রবিবার, ২৩ জুন, ২০২৪ ০০:০০ টা

লবণ মাখানো চামড়া আসছে নাটোরে

নাটোর প্রতিনিধি

লবণ মাখানো চামড়া আসছে নাটোরে

বিভিন্ন জেলা থেকে লবণ মাখানো চামড়া আসতে শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চকবৈদ্যনাথের আড়তে। আশপাশের বিভিন্ন জেলা থেকে লবণ দিয়ে সংরক্ষণ করে রাখা গরুর পাশাপাশি ছাগলের চামড়া নিয়ে আসছেন মৌসুমি ব্যবসায়ীরা। তবে বেড়েছে এই চামড়ার দাম। গরু ১ হাজার থেকে ১৩০০ টাকা পিস এবং ছাগলের চামড়া ৬০ থেকে ১০০ টাকা পিস বিক্রি হচ্ছে। ঢাকার ট্যানারি মালিকদের কাছে এবার নগদ দামে চামড়া বিক্রির প্রত্যাশা ব্যবসায়ীদের। বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামেই এ বছর চামড়া বেচাকেনা হচ্ছে বলে জানান এখানকার ব্যবসায়ীরা। সরেজমিন গিয়ে দেখা যায়, বিভিন্ন জেলা থেকে মিনি ট্রাকসহ ছোট ছোট যানবাহনে করে লবণযুক্ত চামড়া নিয়ে বিভিন্ন জেলা থেকে নাটোরের চকবৈদ্যনাথের আড়তগুলোতে আসছেন মৌসুমি ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, কুষ্টিয়াসহ ৮ থেকে ১০টি জেলার লবণযুক্ত কাঁচা চামড়া আড়তে প্রবেশ করেছে। গত দুদিনে আড়তে প্রবেশ করেছে পাঁচ থেকে ছয় হাজার পিস গরু এবং ৮০০ থেকে ৯০০ পিস ছাগলের চামড়া। রাজশাহীর ব্যবসায়ী সুমন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে  বলেন, আড়তে চামড়া নিয়ে এসে ঢাকার ব্যবসায়ীদের অপেক্ষায় আছি।কুষ্টিয়া থেকে লবণযুক্ত চামড়া নিয়ে আসা কামাল  ব্যাপারি জানান, হাটের প্রথম দিনে লবণযুক্ত গরুর চামড়ার দাম মোটামুটি ভালো ছিল।

সর্বশেষ খবর