রবিবার, ২৩ জুন, ২০২৪ ০০:০০ টা

পানিতে ডুবে শিশুর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে সাফওয়ান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের চোয়ারফাঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু সাফওয়ান ওই এলাকার রাশেদের ছেলে। এলাকাবাসী জানায়, দুপুরে বাড়ির সামনে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায় সাফওয়ান। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর