রবিবার, ২৩ জুন, ২০২৪ ০০:০০ টা

ট্রেনের ধাক্কায় পড়ে নিখোঁজ

জামালপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পানিতে পড়ে এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল উপজেলার পাটনীপাড়া রেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ কিশোর মো. মৃদুল মিয়া (১২) ইসলামপুর উপজেলার ব্যাপারীপাড়া এলাকার মো. বাবু মিয়ার ছেলে। মৃদুল পাটনীপাড়া এলাকায় ঘুরতে এসে রেলব্রিজ পার হচ্ছিল। সে রেলব্রিজের মাঝামাঝি স্থানে থাকা অবস্থায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন এসে মৃদুলকে ধাক্কা দিলে পানিতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালালেও এখন পর্যন্ত মৃদুলের খোঁজ মেলেনি।

ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. মাজহারুল ইসলাম জানান, মৃদুলের সন্ধান এখনো পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে।

সর্বশেষ খবর