সোমবার, ২৪ জুন, ২০২৪ ০০:০০ টা

সড়কে ১৩ জনের প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

সড়কে ১৩ জনের প্রাণহানি

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। শনিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। বগুড়া : কাহালুতে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তারা হলেন- রত্না বেগম (৩৫) ও  সৈকত আহমেদ টুনু (২২)। গাইবান্ধা :  মোটরসাইকেলের ধাক্কায় আবদুল কাদির (৬৯) নামে একজন মারা গেছেন। শনিবার রাতে শহরের সুন্দরজাহান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি রংপুর কারমাইকেল কলেজের বিভাগীয় প্রধান ছিলেন। অন্যদিকে সাদুল্যাপুর উপজেলার জল্লাদের মোড়ে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন ছাকা মিয়া (৪০) নামের আরেক ভ্যানচালক। নাটোর : শহরতলির দিঘাপতিয়া উত্তরা গণভবন এলাকায় মোটরসাইকেল, অটোরিকশা ও বাসের ত্রিমুখী সংঘর্ষে এম এ খান (৭১) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  লালপুরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত হয়েছেন আবদুল হান্নান (৬০) নামে এক বাইসাইকেল আরোহী। সিরাজগঞ্জ : শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের  সামনে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় এক ব্যক্তি মারা যান। দিনাজপুর : বিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে হারুনুর রশিদ (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বাগেরহাট : ফকিরহাটে জামির আলী (৪০) নামে এক ব্যক্তি বাসের ধাক্কায় মারা গেছেন। টাঙ্গাইল : ঘাটাইলে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত (৫৫) এক নারী নিহত হয়েছেন। শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে সুবর্ণা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পাথরঘাটা (বরগুনা) : মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন শাহানা (৪৭) নামে এক নারী। আমতলী (বরগুনা) : তালতলীতে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় নুরু জমাদ্দার নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সর্বশেষ খবর