শিরোনাম
সোমবার, ২৪ জুন, ২০২৪ ০০:০০ টা

পর্নো মামলার আসামি দুই ছাত্রলীগ নেতা

কিশোরগঞ্জ প্রতিনিধি

পর্নো মামলার আসামি দুই ছাত্রলীগ নেতা

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন এবং তার ভাই-ভাগ্নের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। কিশোরগঞ্জ ১ নম্বর আমলি আদালতে গতকাল মামলাটি করেন মিঠামইন উপজেলার বাসিন্দা ও কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের এক ছাত্রী। অপর দুই আসামি হলেন- জেলা ছাত্রলীগ সভাপতির বড় ভাই কিশোরগঞ্জ শহরের বয়লা তারাপাশা এলাকার বাসিন্দা মোশারফ হোসেন মোল্লা বাবুল এবং তার ভাগ্নে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজমুল হোসেন হীরা। দুই মামার প্রভাব খাটিয়ে এবং তাদের প্রত্যক্ষ সহযোগিতায় হীরা বাদীর নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ করা হয়। কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান মামলা আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআরের নির্দেশ দিয়েছেন। নাজমুল হোসেন হীরা জানান, মামলাটি ষড়যন্ত্রমূলক। কারও দ্বারা প্ররোচিত হয়ে বাদী এমন করেছে দাবি তার। জেলা ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন বলেন, তার ভাগ্নে হীরার সঙ্গে মেয়েটির বিয়ে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়ে ঢাকা সাইবার ট্রাইব্যুনালে হীরা বাদী হয়ে একটি মামলা করেছিল। এখন কী কারণে মেয়েটি ভাগ্নের বিষয় টেনে এনে তিনি ও তার ভাইকে আসামি করেছেন, বোধগম্য হচ্ছে না।

সর্বশেষ খবর