শিরোনাম
সোমবার, ২৪ জুন, ২০২৪ ০০:০০ টা

ঝুট গুদামে আগুন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় ঝুট গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে চারটি ঝুট গুদামসহ মালামাল পুড়ে গেছে। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, রাত ২টার দিকে কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি ঝুট গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে চারটি ঝুট গুদামসহ মালামাল পুড়ে গেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর