শিরোনাম
সোমবার, ২৪ জুন, ২০২৪ ০০:০০ টা

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে গতকাল পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। দাদির সঙ্গে বেড়াতে এসে সোমেশ্বরী নদীতে ডুবে মারা যায় শিশু জাহাঙ্গীর (৫)। অন্যদিকে বাড়ির সামনে পুকুরে পড়ে মৃত্যু হয়েছে আফিয়ার (২)। নিহত জাহাঙ্গীর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কুল্লাতলী গ্রামের রিকশাচালক জহিরুল ইসলামের ছেলে। দাদি উম্মে হানির সঙ্গে আত্মীয় বাড়ি বেড়াতে এসেছিল সে। আরিফা দুর্গাপুরের শশারপাড়া গ্রামের ইমরান মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুর্গাপুরের তেরী বাজার এলাকায় ভাইয়ের বাড়িতে নাতি জাহাঙ্গীরকে নিয়ে বেড়াতে আসেন উম্মে হানি। জাহাঙ্গীর গতকাল দুপুরে অন্য দুই শিশুর সঙ্গে বাড়ির পাশে সোমেশ্বরী নদীতে গোসলে নামে। একপর্যায়ে সে তলিয়ে যায়।  অন্যদিকে শশারপার গ্রামে শিশু আফিয়া খেলতে খেলতে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, জাহাঙ্গীরের লাশ থানা হেফাজতে রয়েছে।

সর্বশেষ খবর