সোমবার, ২৪ জুন, ২০২৪ ০০:০০ টা

নদীর তীরে যুবকের লাশ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর তীর থেকে গতকাল সকালে শাহিনুর ইসলাম (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঘোড়াঘাট পৌরসভার চকবামুনিয়া বিশ্বনাথপুর গ্রামের বাবু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, শাহিনুর মাদকাসক্ত ছিলেন। শনিবার বিকালে মাদক সেবন নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে রাগ করে বাড়ি থেকে বের হন শাহিনুর। এরপর আর ফেরেননি। ঘোড়াঘাট থানার ওসি জানান, ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

 

সর্বশেষ খবর