শিরোনাম
মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

জোড়া খুন, শ্রমিক নেতা মিঠু রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় জোড়া খুনের অভিযোগে গ্রেফতার জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠুসহ চার আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা শুনানির পর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার আনোয়ার হোসেন। ১৭ জুন নিশিন্দারা এলাকায় রুমন শেখ ও শরিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

পরদিন সদর থানায় ১৩ জনের নাম উল্লেখ করে ২৮ জনের বিরুদ্ধে মামলা করেন শরিফের মা হেনা বেগম।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান শাহীন জানান, জোড়া খুনের ঘটনায় গ্রেফতার সৈয়দ কবির আহম্মেদ মিঠু, শেখ সৌরভ, নাইম হোসেন ও আজবিন রিফাতের সাত দিন করে রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামিরা এখন পুলিশ হেফাজতে আছেন। তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান শাহীনুজ্জামান শাহীন।

সর্বশেষ খবর