মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ০০:০০ টা

বনের জমি উদ্ধার, নতুন বনায়ন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে বিরল ধর্মপুর ফরেস্ট বনবিটের ৩০ একর জমি উদ্ধার করেছে বন বিভাগ কর্তৃপক্ষ। ওই জমিতে নতুন সামাজিক বনায়ন করা হয়েছে। গতকাল ধর্মপুর ফরেস্ট বিটের বিট কর্মকর্তা মহসীন আলীর নেতৃত্বে এ জমি উদ্ধার ও সামাজিক বনায়ন করা হয়। মহসীন আলী জানান, বনভূমির জমি উদ্ধার করে সামাজিক বনায়ন গড়ে তুললে সব থেকে পকারভোগীরাই এর সুফল পাবেন।

জবরদখলকারীদের কাছ থেকে ধর্মপুর বনবিটের জমি উদ্ধার ও বনায়ন করা হয়। এ জমিতে ১ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর