শিরোনাম
মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ০০:০০ টা

পানিতে ডুবে আট প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

পাবনায় পদ্মায় গোসলে নেমে দুই ভাইসহ তিনজন মারা গেছে। এ ছাড়া কুমিল্লায় তিন শিশু, ফরিদপুরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ও নরসিংদীতে কিশোরের মৃত্যু হয়েছে।

পাবনা : সদর উপজেলার গোহাইলবাড়ি ভাদুরিয়াডাঙ্গি এলাকার পদ্মায় গোসলে নেমে দুই ভাই ছাব্বির হোসেন (১৪) ও সিয়াম হোসেন (১০) এবং নূর হোসেনের (১০) মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে শাখা পদ্মায় এ ঘটনা ঘটে। ছাব্বির হোসেন ও সিয়াম হোসেন নতুন গোহাইবাড়ি এলাকার আলাল প্রামাণিকের ছেলে। ছাব্বির অষ্টম শ্রেণি ও সিয়াম তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। এছাড়া নূর হোসেন আটঘরিয়াপাড়ার ইসলাম সরদারের ছেলে। সে তৃতীয় শ্রেণিতে পড়ত।

কুমিল্লা : জেলার চৌদ্দগ্রামে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো- উনকোট গ্রামের ফারুকের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ, বৈলপুর গ্রামের শিক্ষক শিপন আবেদীনের মেয়ে আতিফা আবেদীন ইশরা ও ছোট সাতবাড়িয়া গ্রামের আবদুল কাদির সুফলের ছেলে সাইফুল ইসলাম নীরব।

ফরিদপুর : ভাঙ্গায় ফুপুর বাড়ি বেড়াতে এসে লাশ হলো সিয়াম মিয়া (১০) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। ভাঙ্গা উপজেলার বাহাড়া গ্রামে গতকাল পানিতে ডুবে মারা যায় সে।

নরসিংদী : করিমপুরে আনন্দ ভ্রমণে গিয়ে মেঘনা নদীতে গোসলে নেমে আনাছ মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর