মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ০০:০০ টা

সাইকেল চাই না, বাবার লাশটা চাই

মাদারীপুর প্রতিনিধি

সাইকেল চাই না, বাবার লাশটা চাই

সৌদিতে মারা যাওয়া মিলন মাতুব্বরের স্বজনের আহাজারি -বাংলাদেশ প্রতিদিন

বাবার কাছে একটি সাইকেল চেয়েছিলাম, বাবা আমাকে কিনে দিতে চেয়েছিল। কিন্তু এখন আর সাইকেল চাই না। আমি শুধু আমার বাবাকে শেষবারের মতো একটু দেখতে চাই। বাবার লাশটা দেখতে চাই। কান্না করতে করতে এসব কথা বলছিল সৌদি আরবে মারা যাওয়া মাদারীপুর সদর উপজেলার পশ্চিম খৈয়ারভাঙ্গা গ্রামের মিলন মাতুব্বরের (৩৫) ৯ বছর বয়সী ছেলে আবির মাতুব্বর। শিশু আবির আরও বলে, আমার ছোট দুই ভাই ও মা আছে। আমি মাদরাসায় পড়ি। এখন আমার মাদরাসার খরচ কে দেবে? আমাদের দেখার মতো কেউ নেই।  স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর জন্য পাঁচ বছর আগে সৌদি আরবে যান মিলন মাতুব্বর। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন মেজো। সৌদি আরবের রিয়াদ শহরের হালুজারায় থেকে কাজ করে আসছিলেন তিনি। ১৮ জুন রাতে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন মিলন। তাকে রিয়াদ শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রবিবার সৌদি থেকে তার পরিবারের কাছে মৃত্যুর খবর দেওয়া হয়।

মিলনের স্ত্রী জানান, আমার তিন শিশু ছেলেকে এখন কে দেখবে? আমরা প্রায় ২০ লাখ টাকা দেনা। এই দেনা কীভাবে শোধ করব। আমি স্বামীর লাশটা দেখতে চাই। কিন্তু সৌদি থেকে টাকা খরচ করে লাশ দেশে আনার সামর্থ্য আমাদের নেই। মাদারীপুর জেলা প্রশাসক মারুফুর রশিদ খান বলেন, আবেদন করলে আমরা ঢাকায় যোগাযোগ করে লাশটি দেশে আনার চেষ্টা করব। তবে আর্থিক সহযোগিতা করার মতো আমাদের কাছে কিছু নেই। কিন্তু আবেদন করলে স্থানীয়ভাবে সহযোগিতা করা হবে।

সর্বশেষ খবর