শিরোনাম
মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ০০:০০ টা
সাপ আতঙ্ক, দ্রুত চিকিৎসার পরামর্শ

বিরল সীমান্তে রাসেলস ভাইপার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় রাসেলস ভাইপার ও অজগর সাপের দেখা মিলেছে। এ নিয়ে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। উপজেলার এনায়েতপুর বিজিবি ক্যাম্প-সংলগ্ন এলাকায় গতকাল একটি সাপ দেখে স্থানীয়রা বন বিভাগকে খবর দেন। বন বিভাগের লোকজন সাপটি উদ্ধার করে। পরে এটি অজগর বলে নিশ্চিত করে এবং ভয়ের কারণ নেই বলে জানান। এছাড়া শনিবার  বালান্দোর জলপাড়া সীমান্ত এলাকায় স্থানীয়রা একটি রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মেরে ফেলেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপুর ফরেস্ট বিটের কর্মকর্তা মহসীন আলী। উল্লেখ্য, এর আগে একই ইউনিয়নের বেতুড়া রেন্টার ব্রিজ এলাকা থেকে একটি রাসেলস ভাইপার উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর