শিরোনাম
মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ০০:০০ টা
সাপ আতঙ্ক, দ্রুত চিকিৎসার পরামর্শ

কামড় খেয়ে ভাই বোন হাসপাতালে

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় সাপের কামড়ে আহত হয়ে দুই ভাইবোন হাসপাতালে ভর্তি হয়েছে। রবিবার রাতে নিজ বাড়িতে তারা সাপের কামড়ে আহত হয়। আক্রান্তরা হলো উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামের উজির মন্ডলের ছেলে রিফাত (১৫) ও মেয়ে জান্নাতি (৬)। পাংশা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী বলেন, শিশু দুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাপে কামড় দিলে দ্রুত আক্রান্তকে হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন তিনি।

সর্বশেষ খবর