শিরোনাম
মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ০০:০০ টা

জরাজীর্ণ ভবনে কার্যক্রম

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

জরাজীর্ণ ভবনে কার্যক্রম

কক্সবাজারের কুতুবদিয়া আদালত ভবন দীর্ঘদিন সংস্কার না করায় জরাজীর্ণ হয়ে আছে। বিভিন্ন স্থানে ছাদের পলেস্তারা প্রায়ই খসে পড়ছে। বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারীসহ আদালতপাড়ায় দায়িত্বরত পুলিশ সদস্যরা ঝুঁকি নিয়ে কাজ করছেন। সূত্র জানান, কিছুদিন ধরে প্রতিদিনই বিকট শব্দে আদালত ভবনের কোনো না কোনো স্থানে খসে পড়ছে পলেস্তারা। বিচারপ্রার্থীরা যাতে দুর্ঘটনার শিকার না হন, সেজন্য ঝুঁকিপূর্ণ স্থানে রশি বেঁধে রাখা হয়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় বিপদ জেনেও আদালতের কার্যক্রম চলছে পুরনো এ ভবনেই।

উপজেলা আইনজীবী অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘কুতুবদিয়া আদালত ভবনটি অনেক আগেই মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। কক্সবাজার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান বলেন, ‘কুতুবদিয়া আদালত ভবনটি নাজুক অবস্থায় রয়েছে। এটিসহ আরও কয়েকটি উপজেলা আদালত ভবন নতুন করে নির্মাণের জন্য গণপূর্ত মন্ত্রণালয় প্রজেক্ট নিয়েছে। আইন ও গণপূর্ত মন্ত্রণালয় সমম্বয় করে কাজ করবে।’ কার্যালয়ের ছাদসহ বিভিন্ন স্থানের পলেস্তারা খসে পড়ছে। কাজ করার সময় আমাদের আতঙ্কে থাকতে হয়। ভবনটি দ্রুত সংস্কার অথবা পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন করা প্রয়োজন।’ ১৯৮৫ সালে কুতুবদিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত ভবন নির্মাণ করা হয়। এরপর আর সংস্কার না করায় ভবনটি এখন বেহাল। কোর্ট পুলিশ পরিদর্শক রায়হান বলেন, ‘পুলিশ সদস্যরা দায়িত্বরত অবস্থায় আতঙ্কগ্রস্ত থাকেন।’

সর্বশেষ খবর