মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ০০:০০ টা

আওয়ামী লীগের সংঘর্ষে মামলা আসামি শতাধিক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২৯ জন আহতের ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। সংঘর্ষে আহত সাবেক যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান চয়নসহ ৫৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭০-৮০ জনের বিরুদ্ধে গতকাল একটি মামলা করা হয়। উপজেলার নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহিদ এ মামলার বাদী। এর আগে ঘটনার দিন রাতে (২২ জুন) সরকারি কাজে বাধাদান ও ভাঙচুরের ঘটনায় সদর উপজেলা নায়েব আলী আজগর বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার সত্যতা নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক।

জানা যায়, ২২ জুন কলমাকান্দা উপজেলা সদরের সাপ্তাহিক হাটের বাজার ইজারার জন্য নিলাম বসে উপজেলার ডাকবাংলো মোড়ে নায়েবের কার্যালয়ে। সেখানে নবনির্বাচিত কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুল কুদ্দুস বাবুলের ভাই আবদুল ওয়াদুদ রতন পরাজিত চেয়ারম্যান প্রার্থী সাবেক যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান চয়নের ভাই ফজলে হাসান রাব্বীকে ডাকে অংশ নিতে নিষেধ করেন। এ নিয়ে দুজনের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে দুই গ্রুপে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে।

সর্বশেষ খবর