বুধবার, ২৬ জুন, ২০২৪ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে খবর

জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করল প্রশাসন

জয়পুরহাট প্রতিনিধি

জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করল প্রশাসন

পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়-বাংলাদেশ প্রতিদিন

জয়পুরহাট সদর উপজেলার ধারকী গ্রামের জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের বন্ধ পথ সচল করেছে স্থানীয় প্রশাসন। জলাবদ্ধতা নিয়ে ‘বাংলাদেশ প্রতিদিনে’ খবর প্রকাশের পর সোমবার সন্ধ্যায় এ উদ্যোগ নেওয়া হয়। এতে স্বস্তি প্রকাশ করেছে ভুক্তভোগী গ্রামবাসী। জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, জনদুর্ভোগ লাঘবে বন্ধ ড্রেন সচল করে গ্রামের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে।

ড্রেন যদি কেউ আবার বন্ধের চেষ্টা করে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রসঙ্গত, সামাজিক বিরোধের জেরে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ায় জয়পুরহাটের ধারকী গ্রামে জলাবদ্ধতা দেখা দেয়। পানিবন্দি হয়ে পড়ে প্রায় ৪ হাজার মানুষ। গ্রামবাসীর দুর্ভোগ নিয়ে সংবাদ প্রকাশ হয় ‘বাংলাদেশ প্রতিদিনে’। এ ছাড়া সমস্যা সমাধানে গ্রামবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল।

সর্বশেষ খবর