বুধবার, ২৬ জুন, ২০২৪ ০০:০০ টা

দুই গোষ্ঠীর সংঘর্ষে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জেলার সরাইলে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত মইন উদ্দিন আহমেদ (৩৫) নামে এক যুবক গতকাল মারা গেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সরাইল থানার উপপরিদর্শক (এসআই) পংকজ দাস ও নিহতের স্ত্রী দিদার আক্তার এ তথ্য জানান। মইনের বাড়ি উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে। এলাকাবাসী ও পুলিশ জানায়, পরমানন্দপুর গ্রামের দুটি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্ব ছিল। এরই জেরে ১৮ এপ্রিল সোনা উল্লাহ ও বুইল্লা গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে মঈনসহ অর্ধশতাধিক লোক আহত হন। এদিকে গতকাল তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সোনা উল্লাহর গোষ্ঠীর লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সরাইল থানার এসআই পঙ্কজ দাস জানান, ১৮ এপ্রিলের মারামারির ঘটনায় দুই পক্ষই মামলা করেছে। এখন মার্ডার মামলার ধারা যোগ হবে। ওসি এমরানুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ খবর