শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ০০:০০ টা

১১ জেলায় ভাই-বোনসহ প্রাণহানি ১২

সড়ক দুর্ঘটনা

প্রতিদিন ডেস্ক

১১ জেলায় ভাই-বোনসহ প্রাণহানি ১২

পাবনায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এছাড়া হবিগঞ্জ, মাদারীপুর, দিনাজপুর, গাইবন্ধা, ফরিদপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, জয়পুরহাট ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক পুলিশ সদস্যসহ আরও ১০জন। প্রতিনিদিদের পাঠানো খবর- পাবনা : পাবনা-নগরবাড়ি মহাসড়কের ধোপাঘাটা এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ভাই ও বোন নিহত ও ৫ জন আহত হয়েছেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার ধোপাঘাটা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বেড়া পৌরসভার শালকিপাড়ার রাজকুমার হালদারের ছেলে প্রদীপ হালদার ও মেয়ে শম্পা রানী হালদার। শম্পা নাটোর জেলার দিনেশ হালদারের স্ত্রী। হবিগঞ্জ : শায়েস্তাগঞ্জে ডিউটিরত অবস্থায় ট্রাক চাপায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কনস্টেবল রবিউল হক (২৫) নিহত হয়েছেন। গতকাল সকালে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনাটি ঘটে। মাদারীপুর : শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মুন্সীরবাজার সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের ৪নং ব্রীজের কাছ থেকে রুমি আক্তার (২৫) নামের এক তরুনীর মরদেহ উদ্ধার করে শিবচর হাইওয়ে পুলিশ। মঙ্গলবার রাতে ওই এলাকার ঢাকাগামী লেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দিনাজপুর : নবাবগঞ্জে মঙ্গলবার রাতে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোন্নাফ (২২) নামে এক মোটরসাইকেলচালক নিহত এবং আব্দুর রাজ্জাক নামে এক আরোহী গুরুতর আহত হন। গাইবান্ধা : সদর উপজেলার ফারাজীপাড়া (টিটিসি) এলাকায় গতকাল সকালে পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়ে সৌরভ মোহন্ত তিলক (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।  ফরিদপুর : নগরকান্দা উপজেলার চরযশোরদি ইউনিয়নের গজারিয়া বাসস্ট্যান্ড এলাকায় গতকাল চলন্ত বাস উল্টে বাসের সুপারভাইজার রাজন বেপারী নিহত হয়েছেন। কুড়িগ্রাম : ফুলবাড়ীতে মঙ্গলবার রাতে মোটরসাইকেলের ধাক্কায় আতাউর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। লালমনিরহাট : সদর উপজেলায় গতকাল বাসের ধাক্কায় নুরুজ্জামান (৫৮) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। জয়পুরহাট : কালাইয়ে গতকাল বাসের ধাক্কায় শামসুদ্দিন সরকার (৬০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া : গতকাল ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় জাহাঙ্গীর মিয়া (২৪) নামে এক সিএনজি মিস্ত্রির মৃত্যু হয়েছে। নেত্রকোনা : বারহাট্টায় মঙ্গলবার রাতে মোটরসাইকেলের চাপায় কানাই দাস (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

সর্বশেষ খবর