বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ০০:০০ টা

ক্যানেলের কাছে মাইনসদৃশ বস্তু

নীলফামারী প্রতিনিধি

ক্যানেলের কাছে মাইনসদৃশ বস্তু

নীলফামারীতে মাইন সদৃশ বস্তু -বাংলাদেশ প্রতিদিন

নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা সেচ ক্যানেলের ধার থেকে একটি মাইনসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে এটি মুক্তিযুদ্ধের সময়ের। গতকাল উপজেলার বাজেডুমরিয়া ক্যানেল থেকে এটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, তিস্তা সেচ ক্যানেলের ধারে শিশুরা খেলছিল। এ সময় একটি মাইন সদৃশ বস্তু পড়ে থাকতে দেখে তারা। পরে তারা আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। স্থানীয় লোকজন সেখানে গিয়ে এটা দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেটি উদ্ধার করে। কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডল বলেন, তিস্তা সেচ ক্যানেল এলাকায় থেকে মাইন সদৃশ বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এটি বোমা, না অন্য কিছু, বিশেষজ্ঞ দল না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে এটি নিষ্ক্রিয় করবে। তবে এটি মুক্তিযুদ্ধের সময়ের বলে মনে হচ্ছে। এর আগে ২২ এপ্রিল একই জায়গায় ক্যানেলের পাশে পতিত জমি খননের সময় একটি থ্রি নট থ্রি রাইফেল, দুটি মাইন ও একটি মর্টার শেল উদ্ধার করা হয়। পরে সেটি বোম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করে।

সর্বশেষ খবর