বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ০০:০০ টা

কেএনএফ সদস্যের লাশ উদ্ধার, গ্রেফতার ১

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলার সিম্পলাম্পি পাড়ায় যৌথ বাহিনীর অভিযানে ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’-এর এক সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে আরেক সদস্যকে। এ নিয়ে সন্ত্রাসবিরোধী অভিযানে ২৫ নারীসহ কেএনএফের ১১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ (বুধবার) সকালে সিম্পলাম্পি পাড়ায় কেএনএফবিরোধী অভিযান শুরু করে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী। টের পেয়ে কেএনএফ সদস্যরা তাদের ওপর হামলা চালায়। যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি বর্ষণ করলে তারা পিছু হটে। ওই আস্তানা থেকে কেএনএফ ইউনিফর্ম পরা একজনের লাশ উদ্ধার এবং আরেক সদস্যকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এ ঘটনায় কেএনএফের পুঁতে রাখা ‘ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)’ বিস্ফোরণে আরও দুজন স্থানীয় যুবকের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমি জানান, হতাহত ও গ্রেফতারকৃতের নামপরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। থানচি থানা পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে।

এ ব্যাপারে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)-এর পক্ষ থেকে গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ খবর