বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ০০:০০ টা

বিদেশি হত্যায় যাবজ্জীবন বেলারুশির

পাবনা প্রতিনিধি

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কাজাখস্তানের নাগরিক শভেটস ভ্লাদিমির হত্যা মামলায় বেলারুশ নাগরিক মাতসিভয়ে ভ্লাদিমিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণ না হওয়ায় অন্য দুই বেলারুশ নাগরিক উরবানোভিচাস ভিটালি এবং ফেডারোভিচ গেনেডিকে বেকসুর খালাস দেওয়া হয়। শভেটস ভ্লাদিমির রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিকিমথ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে ফোরম্যান ছিলেন। ২০২২ সালের ২৬ মার্চ রাতে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে ওই বেলারুশ নাগরিক ছুরিকাঘাতে শভেটস ভ্লাদিমিরকে হত্যা করে।

এ হামলায় বেরেজনয় অ্যান্ড্রে নামে একই দেশের আরও একজন আহত হন। এ ঘটনায় ঈশ্বরদী থানায় তিন বেলারুশ নাগরিককে আসামি করে মামলা করা হয়। তদন্ত শেষে ২০২২ সালের ২৭ মে তিন বেলারুশ নাগরিকের নাম উল্লেখ করে চার্জশিট দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে গতকাল এ রায় ঘোষণা করেন আদালত।

 

সর্বশেষ খবর