শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ০০:০০ টা

যৌন হয়রানির অভিযোগে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজান উপজেলার ব্রাহ্মণহাট এলাকায় ফয়জানে মুস্তফা হেফজখানার শিক্ষক আজিজুল মোস্তফাকে (৩০) একাধিক শিশুকে যৌন হয়রানির অভিযোগে গণপিটুনি দেওয়া হয়েছে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আজিজুল মোস্তফার বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। বর্তমানে নানাবাড়ি রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিক্ষক তিন ছাত্রকে বলাৎকার করে আসছিলেন। ঘটনাটি প্রকাশ পায় কোরবানির ঈদের বন্ধে শিক্ষার্থীরা বাড়ি যাওয়ার পর। মঙ্গলবার মাদরাসা খুললে বিক্ষুব্ধরা ঘটনাটি ঘটায়।

সর্বশেষ খবর