বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ০০:০০ টা

কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে সৈয়দ আলম (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত সৈয়দ আলম কক্সবাজারের উখিয়া থানার মৃত ছলিম রহমানের ছেলে। ৯ জুন উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাতের দিকে সৈয়দ আলম কারাগারের ভিতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কয়েকজন কারারক্ষী তাকে ঢামেকে নিয়ে যান।

সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, হাজতি সৈয়দ আলমের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর