শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ০০:০০ টা

আওয়ামী লীগের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন। গতকাল রাতে সদর উপজেলার মুন্সিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। মোল্লাকান্দি ইউনিয়ন চেয়ারম্যান রিপন পাটোয়ারী ও   সাবেক চেয়ারম্যান মোহসিনা হক কল্পনার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ বাবুল বেপারী (৪৭), ইখতিয়ার বেপারী (২৬), আবদুর রব (৫৫), মহিউদ্দিন শেখ (৩৪), আসলাম মোল্লাকে (৫০) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার  খায়রুল হাসান বলেন, খবর পেয়ে ফোর্স পাঠানো হয়েছে।

প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে রিপন পাটোয়ারী ও কল্পনার পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল হাসান বলেন, খবর পেয়ে ফোর্স পাঠানো হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর