শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ০০:০০ টা

মোবাইল ফোনের দাবি পূরণ নিয়ে কলহ থেকে হত্যা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

মিম-আল আমিন দম্পত্তির বিয়ের মাত্র ৭ মাস। স্ত্রীর দাবি ছিল স্বামীর সঙ্গে যোগাযোগ রাখতে একটি বাটন মোবাইল ফোন, নতুন শাড়ি, জামা কাপড়, গয়নাসহ দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র। কিন্তু গার্মেন্ট শ্রমিক স্বামী মো. আল-আমিন (২৪) এসব দিতে ছিলেন নারাজ। এ নিয়ে পারিবারিক কলহের জেরে মিমকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী। হত্যার পর স্ত্রীর লাশ ঘরে রেখে পালিয়ে যান, পরে র‌্যাবের দুটি ক্যাম্প অভিযান চালিয়ে জামালপুর থেকে স্বামীকে গ্রেফতার করে। গতকাল র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার জুন্নুরাইন বিন আলম এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. আল-আমিন তার স্ত্রী মিম আক্তারকে পারিবারিক কলহের জেরে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন। আল-আমিনের বাড়ির টাঙ্গাইল। মিমের বাড়ি সিরাজগঞ্জ।

সর্বশেষ খবর