শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

হস্তান্তরের আগেই ভেঙে গেছে সড়ক

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

হস্তান্তরের আগেই ভেঙে গেছে সড়ক

সড়ক নির্মাণকাজে ছিল ধীরগতি। পরে তা শেষ করা হলেও হস্তান্তরের আগেই ভেঙে গেছে অনেক জায়গায়। এমন চিত্র বরগুনার পাথরঘাটায় ৪ কিলোমিটার সড়কে।

সংশ্লিষ্টরা জানান, ৬ কোটি ৭২ লাখ ৬৯ হাজার ৫২৫ টাকা ব্যয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট থেকে হরিণঘাটা সড়কে জাফরের দোকান পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক সম্প্রতি নির্মাণ করা হয়। সড়কটি হস্তান্তরের আগেই চলাচলের অনুপযোগী হয়ে গেছে। পিচ ঢালাই রাস্তাটির দুই পাশ দিয়ে ভাঙতে শুরু করেছে সামান্য বৃষ্টিতেই। সরেজমিনে দেখা যায়, বিভিন্ন স্থান থেকে সড়কের পিচ ঢালাই উঠে গেছে। ইট-সুরকি উঠে গিয়ে রাস্তা ভেঙে গেছে। কোনো কোনো জায়গায় সড়কের দুই পাশই ভেঙে গেছে। এতে ওই এলাকার যানবাহন চলাচলে ভোগান্তি হচ্ছে। উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, সড়ক প্রশস্তকরণ ও মজবুতকরণের জন্য ২০২২-২৩ অর্থবছরে টেন্ডার আহ্বান করা হয়। ই-টেন্ডারের মাধ্যমে পটুয়াখালীর আবুল কালাম আজাদ নামে এক ঠিকাদার কাজটি পান। তার কাছ থেকে সাব-কন্ট্রাকে কাজের দায়িত্ব নেন বরগুনার দুই ঠিকাদার শাহিন ও শহিদুল ইসলাম মৃধা। স্থানীয়রা অভিযোগ করেন, কাজ করার সময় নিম্নমানের সুরকি ব্যবহার করা হয়। দীর্ঘদিন ফেলে রাখা হয়েছিল রাস্তার কাজ। পরে তড়িঘড়ি করে কাজ শেষ করা হয়। এলাকাবাসীর অভিযোগ, বাদুড়তলা ব্রিজের দুই পাশ, গহরপুরসহ ২৫ থেকে ৩০ জায়গায় রাস্তার দুই পাশ ভেঙে গেছে। এ বিষয়ে মো. শাহিনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি। এক পর্যায়ে তিনি মোবাইল বন্ধ করে দেন। শহিদুল ইসলাম মৃধার কাছে অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিডিউল মেনেই সড়ক নির্মাণ করা হয়েছে। এলজিইডির উপজেলা প্রকৌশলী চন্দন কুমার চক্রবর্তী বলেন, আমাদের কাছে এখনো কাজ বুঝিয়ে দেয়নি ঠিকাদার কর্র্তৃপক্ষ। ঠিকাদার রাস্তার পাশে পর্যাপ্ত মাটি না দেওয়ায় তা ভেঙে গেছে। তিনি আরও বলেন, রাস্তা হ্যান্ডওভারের আগ পর্যন্ত এর সব দায়ভার ঠিকাদারের। তারা রাস্তার ক্ষতিপূরণ দিতে বাধ্য। সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও মো. রোকনুজ্জামান খান বলেন, সড়ক ভেঙে যাওয়া এবং অনিয়মের বিষয়টি ইতোমধ্যে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা বলেন, সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়েছি। ইউএনওকে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সর্বশেষ খবর