শিরোনাম
শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

আগুনে পুড়ল ২০ দোকান নেভাতে গিয়ে আহত ১৬

বাগেরহাট প্রতিনিধি

আগুনে পুড়ল ২০ দোকান নেভাতে গিয়ে আহত ১৬

বাগেরহাটে আগুনে পোড়া ব্যবসা প্রতিষ্ঠান -বাংলাদেশ প্রতিদিন

বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা পাঁচরাস্তা মোড়ে আগুনে ২০টি দোকান পুড়ে গেছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও নয়টি দোকান। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থনীয় শত শত মানুষ আগুন নেভাতে আসে। তাদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। রাত সাড়ে ১২টার দিকে বৃষ্টি হলে সম্পূর্ণ নিভে যায়। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীসহ আহত হয়েছেন ১৬ জন। তাদের মধ্যে চারজনকে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে উপজেলা প্রশাসন থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যদিও ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘর মালিকরা জানান, লাখ লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন তারা। আগুনে সবকিছু শেষ হয়ে গেছে।

ঋণ কীভাবে শোধ করবেন তা-ও জানা নেই। তারা সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছন। রায়েন্দা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘর মালিকদের তালিকা তৈরি হচ্ছে। শরণখোলার ইউএনও সুদীপ্ত কুমার সিংহ বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা জেলা প্রশাসকের দফতরে পাঠানো হবে। সেখান থেকে বরাদ্দ এলে বিতরণ করা হবে। উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত বলেন, একেকজন ব্যবসায়ীর যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। ক্ষতিগ্রস্তদের উপজেলা পরিষদ থেকে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করা হবে।

সর্বশেষ খবর