শিরোনাম
শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

তিন নারীর মৃত্যুতে সাপ আতঙ্ক দিনাজপুরে

দিনাজপুর প্রতিনিধি

তিন নারীর মৃত্যুতে সাপ আতঙ্ক দিনাজপুরে

দিনাজপুরে এক সপ্তাহে বিষধর সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন তিন নারী, আহত হয়েছে এক শিশু। এ ছাড়া দিনাজপুর সদর ও বিরলের দুই স্থানে দুই মাসে তিনটি রাসেলস ভাইপারের দেখা মেলে। যদিও নাম জানার আগে তা মেরে ফেলে স্থানীয়রা। পাশাপাশি বিভিন্ন জেলায় রাসেলস ভাইপারের কাপড়ে হতাহতের খবরে এ জেলায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। সংশ্লিষ্টরা জানান, রাসেলস ভাইপার বাংলাদেশে চন্দ্রবোড়া নামে পরিচিত। বর্ষা শুরু হওয়ায় দিনাজপুরে বিভিন্ন প্রজাতির সাপের উৎপাত বেড়েছে। প্রায় দেড় বছর আগেও বিরল উপজেলায় একটি রাসেলস ভাইপার পাওয়া যায়। সে সময় তেমন আলোচনায় না থাকায় স্থানীরা খবর দিলে বন বিভাগ সেটি উদ্ধার করে বনে অবমুক্ত করে। তবে এ বছর ফেসবুকে ছড়িয়ে পড়া আতঙ্কের মাঝে দিনাজপুর সদরের আস্করপুর ইউনিয়ন ও বিরলে দুটি রাসেলস ভাইপারের দেখা মেলে। তা মেরেও ফেলে স্থানীয়রা। পরে মৃত সাপের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এদিকে গত সপ্তাহে পরপর তিন দিন জেলার সেতাবগঞ্জ, বিরল ও ফুলবাড়ী উপজেলায় বিষধর সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন তিন নারী, আহত হয়েছে এক শিশু। তবে রাসেলস ভাইপার আতঙ্কে মানুষের হাতে মারা পড়ছে অন্য প্রজাতির সাপ। নির্বিষ সাপও মারা পড়ছে। দিনাজপুর বন বিভাগের সহকারী বনসংরক্ষক নুরুন্নাহার বলেন, রাসেলস ভাইপারের চেয়েও অনেক বিষাক্ত সাপ এ জেলায় রয়েছে। যাদের ছোবলে প্রাণহানিও ঘটে আসছে। জেলা সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান-উল-ইসলাম জানান, জেলায় পর্যাপ্ত সাপের প্রতিষেধক মজুদ রয়েছে। অ্যান্টি স্ন্যাক ভেনম ৭৫৬ ভায়াল মজুদ আছে। ২৩ জুন আরও ৫০০ ভায়ালের চাহিদা পাঠানো হয়েছে। সাপে কামড়ালে তাৎক্ষণিক নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

সর্বশেষ খবর