শিরোনাম
শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

পাটখেতে কিশোরীর লাশ

ধর্ষণের পর হত্যার অভিযোগ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় এক কিশোরী। পরে তার লাশ পাওয়া যায় পুকুর থেকে আনুমানিক ১০০ মিটার দূরে একটি পাট খেতে। গতকাল বিকাল ৫টার দিকে ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। ওই কিশোরীর নাম রেখা আক্তার (১৪)। সে হোগলাডাঙ্গী গ্রামের বাসিন্দা দিনমজুর আবদুল হাই মাতুব্বরের মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে রেখা বড়। ভাঙ্গা থানার ওসি মামুন অর রশীদ বলেন, ধারণা হচ্ছে ওই কিশোরীকে ধর্ষণের পর গলায় ওড়না প্যাঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মৃতদেহ শনিবার (আজ) ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল মর্গে পাঠানো হবে। থানায় ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

পরিবারসূত্রে জানা যায়, গতকাল দুপুর পৌনে ১টার দিকে রেখা বাড়িসংলগ্ন পুকুরে গোসল করতে বাড়ি থেকে বের হয়। দীর্ঘক্ষণ ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজখুঁজি করে। প্রতিবেশী টুকু মাতুব্বর জানান, বিকাল ৫টার দিকে ওই পুকুর থেকে আনুমানিক ১০০ মিটার দূরে পাট খেতে রেখার লাশ দেখতে পাওয়া যায়। অতিরিক্ত পুলিশ সুপার তালাত মাহমুদ শাহানশাহ বলেন, হত্যারহস্য উন্মোচনে সিআইডিকে খবর দেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর