শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

৩৫ বছর ভেঙে পড়ে আছে সেতু

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলার একটি সেতু ভেঙে পড়ার ৩৫ বছর পর সংস্কার বা পুনর্নির্মাণ হয়নি। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে আট গ্রামের বাসিন্দারা। জানা যায়, উপজেলার নয়াকান্দি-বাটিবন-সোনাকান্দা সড়কের খালের ওপর নির্মিত সেতুটি ১৯৮৮ সালের বন্যায় ভেঙে যায়। এরপর থেকে এলাকাবাসী নতুন সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে। তাদের দাবি পূরণ না হওয়ায় ভাঙা সেতুর স্থানে এলাকার লোকজন নিজেদের অর্থায়নে প্রতিবছর তৈরি করছে বাঁশের সাঁকো। বর্ষা মৌসুমে সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। বেশি সমস্যা হয় শিশু, বৃদ্ধ ও রোগীদের। বৃষ্টি হলে বিড়ম্বনার শেষ থাকে না স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের। নয়াকান্দি গ্রামের আবদুল কাদির (৬০) জানান, ৮৮’-এর বন্যার সময় সেতুটি ভেঙে যায়। এ সেতুর জন্য আমরা অনেক কষ্ট ভোগ করছি। তিনি বলেন, ‘ভোট আইলে বলে ব্রিজ কইরা দিবো আশ্বাস দেয়। কিন্তু পাস করার পর আর কোনো খবর থাকে না।’ একই গ্রামের মোহাম্মদ আলী জানান, আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার গেছি, তারপরও কাজ হয়নি। ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান ভূঁইয়া খোকা জানান, নতুন সেতু নির্মাণের জন্য উপজেলা প্রশাসনকে জানিয়েছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর