শিরোনাম
শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

৬ কোটি টাকা আত্মসাত ইবির আট প্রকৌশলীকে দুদকে তলব

ইবি প্রতিনিধি

ভুয়া বিলের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের-ইবি উন্নয়ন প্রকল্পের (তৃতীয় পর্যায়) সবশেষ চলতি বিলে সোয়া ৬ কোটি আত্মসাতের অভিযোগ তদন্তে আট প্রকৌশলীকে তলব করেছে দুদক। তলব করা প্রকৌশলীরা হলেন- ইবির ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এ কে এম শরীফ উদ্দীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরিদ উদ্দিন, আলিমুজ্জামান টুটুল, নির্বাহী প্রকৌশলী (সিভিল) বাদশা মামুনুর রশিদ ও নুর আলম, উপসহকারী প্রকৌশলী (সিভিল) প্রসেনজিৎ কুমার, রাজিব হোসাইন ও সোহাগ ইসলাম সাগর। গতকাল তদন্ত কর্মকর্তা সাইদুর রহমান এ তথ্য জানান। তদন্তের স্বার্থে তাদের ৩০ জুন ও ১ জুলাই দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিতে বলা হয়েছে। এর আগে গত ১০ ও ১১ জুন তাদের সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল। ওই চিঠি বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ও ঈদুল আজহার ছুটিতে অফিস বন্ধকালে রেজিস্ট্রার দফতরে এসেছে বলে জানা গেছে। ফলে যথাসময়ে সাক্ষাৎকার দিতে পারেননি প্রকৌশলীরা।

 

 

 

 

সর্বশেষ খবর