শিরোনাম
শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

১০ পরিবহন চাঁদাবাজ আটক

ময়মনসিংহ প্রতিনিধি

যানজট নিরসন কমিটির নামে ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়কে ট্রাক, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদাবাজির সময় ১০ জনকে আটক করেছে র‌্যাব-১৪। নগরীর বিভিন্ন সড়ক থেকে বৃহস্পতিবার তাদের আটক করা হয়। গতকাল র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এ সময় চাঁদার নগদ ১৪ হাজার ৬৪০ টাকা জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- জাহাঙ্গীর ইসলাম, ফরহাদ হোসেন, ইদ্রিস আলী, তোফাজ্জল হোসেন, মিঠুন, সবুজ, আবু সাঈদ, রুবেল, রফিকুল ইসলাম ও মোহাম্মদ আলমাস। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতিদিন কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে ময়মনসিংহ নগরীতে পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজির কথা স্বীকার করেছে। মামলা দিয়ে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর