শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

ধানখেতে মানুষের কঙ্কাল

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গায় ধানখেত থেকে কঙ্কাল উদ্ধার করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের নয়াকান্দা গ্রামের মাঠ থেকে এ কঙ্কাল উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী জানায়, একটি লুঙ্গি ও গামছা দেখে ওই মৃতদেহ পাশের আজিমনগর ইউনিয়নের ঘোষগ্রামের মোতালেব হাওলাদারের (৭২) বলে তার পরিবারের লোকজন দাবি করেন।

মোতালেব হাওলাদারের ছেলে মিজানুর হাওলাদার (৩২) বলেন, মাস খানেক আগে আমার বাবা বাড়ি থেকে মাদারীপুরের রাজৈর উপজেলায় আমাদের এক আত্মীয়ের মৃত্যু সংবাদ শুনে বাড়ি থেকে বের হন। এরপর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। লুঙ্গি ও গামছা দেখে আমার বাবার কঙ্কাল বলে ধারণা হচ্ছে। আমার বাবা মানসিক প্রতিবন্ধী ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার তালাত মাহমুদ শাহানশাহ বলেন, কঙ্কালের ময়নাতদন্ত করা হবে। ডিএনএ পরীক্ষা করে মৃতের সঠিক পরিচয় জানার উদ্যোগ নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর