শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

আরও এক লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার নবম দিনে গত বৃহস্পতিবার বিকালে আনিছুর রহমান (৩০) নামে ওই যুবকের লাশ উদ্ধার করে এলাকাবাসী। এ নিয়ে চারজনের লাশ উদ্ধার হলো। এখনো নিখোঁজ রয়েছেন তিনজন। তারা হলেন- আনিছুরের স্ত্রী রুপালী বেগম (২৩) এবং দুই শিশু ইরা মণি (১০) ও শামীম (৫)।

আনিছুর রহমান বজরা এলাকার চাঁদ মিয়ার ছেলে। তিনি ও তার স্ত্রী ঢাকায় গার্মেন্টে কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়ি এসে দাওয়াত খেতে গিয়ে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় তিনি, তার স্ত্রী ও এক সন্তান নিখোঁজ হন। আগে উদ্ধার হওয়া তিন লাশের মধ্যে আনিছুরের সন্তানও রয়েছে।

উল্লেখ্য, গত ১৯ জুন সন্ধ্যায় তিস্তা নদীর খামার দামারহাট এলাকায় ২৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। ঘটনার পরই স্থানীয়দের সহায়তায় ১৮ জনকে জীবিত এবং আয়শা নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। পরে বিভিন্ন সময় পাওয়া যায় আরও তিনজনের লাশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর