শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

বাবা মা ছেলে গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালীতে কোরবান আলী হত্যা মামলায় বাবা-মা ও ছেলেকে আটক করা হয়েছে। নাটোরের সিংড়া উপজেলা শেরকোল আগপাড়া থেকে বৃহস্পতিবার বিকালে তিনজনকে গ্রেফতার করেন র‌্যাব-১২-এর সদস্যরা। গ্রেফতাররা হলেন- চৌহালী উপজেলা ওমপুর হাপানিয়া গ্রামের আবদুর রাজ্জাক (৬২), তার স্ত্রী আনোয়ারা খাতুন (৫৫) ও ছেলে আল কামা (১৮)। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, পারিবারিক ও জমি নিয়ে কলহের জেরে গ্রেফতাররা ১৯ জুন দেশি অস্ত্র নিয়ে কোরবানের ওপর হামলা চালায়। গুরুতর আহত কোরবানকে প্রথমে টাঙ্গাইল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুন মারা যান তিনি। এ ঘটনায় কোরবান আলীর ভাতিজা বাদী হয়ে চৌহালী থানায় হত্যা মামলা করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর