শিরোনাম
শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

স্ত্রী হত্যায় গ্রেফতার

নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় গৃহবধূ হত্যা মামলায় নিহতের স্বামী আসমত আলীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে গতকাল তাকে গ্রেফতার করা হয়। বাগাতিপাড়া মডেল থানার ওসি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার হাপানিয়া এলাকায় গৃহবধূ সুফিয়া বেগমকে গলা কেটে হত্যার ঘটনা ঘটে।

গতকাল সকালে স্বজনরা থানায় মমালা করেন। এর পরই আসামিকে ধরতে শুরু হয় অভিযান। র‌্যাব-১২-এর সহযোগিতায় আসমত আলীকে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর