শিরোনাম
রবিবার, ৩০ জুন, ২০২৪ ০০:০০ টা

বসুন্ধরার সেলাই মেশিনে বদলে যাবে ২০০ নারীর জীবন

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

বসুন্ধরার সেলাই মেশিনে বদলে যাবে ২০০ নারীর জীবন

কুমিল্লার লাকসামের আছমা আক্তার। পড়াশোনা করছেন নোয়াখালী সরকারি কলেজে অর্থনীতি বিভাগে। দুই বছর আগে এক দুর্ঘটনায় ওমান প্রবাসী স্বামী মারা যান। এরপর একমাত্র শিশুসন্তান নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েন তিনি। বিকল্প কিছু করার ভাবনা মাথায় আসে। তবে পুঁজি নেই। বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে লাকসামের ২০ জনকে দেওয়া হয় তিন মাসের সেলাই প্রশিক্ষণ। সুযোগটা কাজে লাগান আছমা। লাকসাম ছাড়াও কুমিল্লার বিভিন্ন উপজেলায় প্রশিক্ষণ নেওয়া ২০০ জনকে গতকাল বসুন্ধরার পক্ষ থেকে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়। শুধু সেলাই মেশিন নয়, যারা অসচ্ছল মেধাবী ছাত্রী, ঘোষণা দেওয়া হয় তাদের উপবৃত্তি প্রদানেরও। ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখার হলরুমে সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৪ এর সংসদ সদস্য আবুল কালাম আজাদ, কালের কণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী, ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খান, কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া ও সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. তারিকুল ইসলাম চৌধুরী। চান্দিনার মরিয়ম আক্তার জানান, তিন বছর আগে বাবা মারা যান। তিন ভাই ও এক বোনের সংসার চালাতে মা হিমশিম খাচ্ছেন। আমার স্বপ্ন ছিল সংসারের হাল ধরব। বসুন্ধরা গ্রুপ আমাকে ওই সুযোগ করে দিয়েছে। আমি বসুন্ধরার প্রতি কৃতজ্ঞ। চান্দিনার মিতালী রানী জানান, অভাবের কারণে উচ্চমাধ্যমিকের পর আর পড়তে পারিনি। বসুন্ধরা আমাদের প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন দিয়েছে।

আশা করি স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আবার পড়াশোনা শুরু করতে পারব। বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপ মানবিক কাজ করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল করেছেন। দুস্থদের বিনামূল্যে চিকিৎসা, অসচ্ছলদের সেলাই মেশিন বিতরণসহ বিনা সুদে ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে বসুন্ধরা।

সর্বশেষ খবর