শিরোনাম
রবিবার, ৩০ জুন, ২০২৪ ০০:০০ টা
ভিডিও ভাইরাল

রিকশাচালককে পেটালেন এএসআই

নাটোর প্রতিনিধি

রিকশাচালককে পেটালেন এএসআই

জেলার সিংড়ায় এক অটোরিকশা চালককে পেটানোর অভিযোগ উঠেছে পুলিশের এএসআই সেলিম রেজার বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে সিংড়া উপজেলা পরিষদ রোডে। অভিযুক্ত সেলিম রেজা সিংড়া থানায় কর্মরত। মারধরের ঘটনায় তাকে ক্লোজড করে নাটোর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। হারুন আলী সিংড়া পৌরসভার বাইশা এলাকার বাসিন্দা। ভিডিওতে দেখা যায়, রিকশা নিয়ে হারুন দমদমা থেকে সিংড়া বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। উপজেলা পরিষদ রোড এলাকার দেশ ফার্নিচারের সামনে পৌঁছলে এএসআই সেলিম তার রিকশা থামায়। এরপর এএসআই, এক কনস্টেবলসহ তিনজন রিকশায় উঠে তাদের সিংড়া বাসস্ট্যান্ডে নিয়ে যেতে বলেন। তখন চালক এএসআইকে বলেন, স্যার মিটারের তার সংযোগ লুজ হয়ে গেছে, গাড়ি যাচ্ছে না। অনেক কষ্টে আমি হাত দিয়ে তার ধরে এ পর্যন্ত এসেছি। এরপর এএসআই বলেন, আরে বেটা আমি তোরে বলছি তুই যা, একেবারে কান ফাটাই ফেলাবো। এ সময় অকথ্য ভাষায় চালককে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তিনি হাতে থাকা টর্চলাইট দিয়ে চালকের মাথায় পেটান। তার কান্না শুনে আশপাশের লোক জড়ো হলে তাদের ধমক দিয়ে সরিয়ে দেন। এ বিষয়ে এএসআই সেলিম রেজাকে জিজ্ঞাসা করলে তিনি এ প্রতিবেদককে পাল্টা প্রশ্ন করেন, আমি কেন রিকশাচালককে মারধর করব? ওসি আবুল কালাম জানান- বিষয়টি আমি জানি না, খতিয়ে দেখব। পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, অভিযোগ না পেলেও তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর