শিরোনাম
রবিবার, ৩০ জুন, ২০২৪ ০০:০০ টা

চাকরি বহালের দাবি ৫৯ নারী কর্মীর

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় পরিবার পরিকল্পনা কাজে নিয়োজিত পেইড পিয়ার ভলান্টিয়ার কর্মীদের চাকরি বহালের দাবিতে মানববন্ধন হয়েছে। পাথরঘাটা শহরের শেখ রাসেল স্কয়ারে গতকাল মানববন্ধনে পাথরঘাটা উপজেলায় দায়িত্বপ্রাপ্ত ৫৯ নারী কর্মী অংশ নেন। পরে ইউএনও মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা। পেইড পিয়ার ভলান্টিয়ার কর্মীরা বলেন, আমরা ২০১৮ সালের এপ্রিল মাসে পরিবার পরিকল্পনা কাজে কর্মী হিসেবে ৬১ জন নারী নিয়োগ পাই। পরবর্তীতে দুজন চাকরির ছেড়ে দেন। আমরা ৫৯ জন সাত বছর ধরে পাথরঘাটার প্রত্যন্ত অঞ্চলে কাজ করছি। পরিবার পরিকল্পনা উপপরিচালক মাহমুদুল হক বলেন, অত্যন্ত অঞ্চল হিসেবে পাথরঘাটায় তাদের ভলান্টিয়ার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। ওই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। তাদের পূর্ণবহালের বিষয়ে আমাদের কোনো করণীয় নেই।

সর্বশেষ খবর