শিরোনাম
রবিবার, ৩০ জুন, ২০২৪ ০০:০০ টা

পাহাড় ধসে কৃষকের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পাহাড় ধসে মাটিচাপায় আবু বক্কর সিদ্দিক (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলা সদর ইউনিয়নের ফুলতলী এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুপুরে নিজ বাড়ির পাশের ঝিরিতে কাজ করছিলেন আবু বক্কর সিদ্দিক। এ সময় ঝিরির পাশে পাহাড়ের একাংশ ধসে মাটিচাপা পড়েন তিনি। আশপাশের লোকজন এসে মাটি সরিয়ে তার লাশ উদ্ধার করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর