শিরোনাম
রবিবার, ৩০ জুন, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

রাস্তা রক্ষায় বিক্ষোভ মাইকিং

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে রাস্তা রক্ষায় মসজিদে মাইকিং করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। কেরানীগঞ্জ মডেল থানার গদাবাগ বালুর মাঠ এলাকায় গতকাল এ বিক্ষোভ হয়। পরে তারা কেরানীগঞ্জ-নবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করেন। গদাবাগ বালুর মাঠ এলাকার বাসিন্দা বাচ্চু মিয়া জানান, হঠাৎ দুপুরে শুনি আমাদের এলাকার রাস্তা প্রভাবশালীদের নির্দেশে দুই পাশের দেয়াল ও ইট ভেঙে ফেলা হয়েছে।

পরে মসজিদে মাইকিং করে সবাই মিলে রাস্তায় নামি। আমাদের কথা একটাই রক্ত দিয়ে হলেও আমরা এই রাস্তা দখল করতে দেব না। সবাই মিলে আন্দোলন গড়ে তুলব। কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, রাস্তা ভাঙ্গার কারণে গ্রামবাসী সড়ক অবরোধ করে। পুলিশ গিয়ে সচল করে যান চলাচল। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর