সোমবার, ১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা স্পেশালাইজড হসপিটালে ভুল চিকিৎসায় তামিমা আক্তার নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে। তামিমা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়নশুকা গুমপাড়ার রুবেল আলীর স্ত্রী। তার সিজারিয়ান অপারেশন করেন গাইনি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. শওকত আক্তার জাহান বৃষ্টি। ঘটনার পর প্রায় এক ঘণ্টা হাসপাতাল ঘেরাও করে রাখেন রোগীর স্বজন ও স্থানীয়রা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতে সদর মডেল থানার এসআই কবিরের সহায়তায় থানায় ক্লিনিকের এমডিকে নিয়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হয়। সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশীদ বলেন, চিকিৎসকের ভুলে তিনি মারা গেছেন কি না তদন্ত করে বলা যাবে। পুলিশ জানায়, এ ব্যাপারে অভিযোগ দেওয়া হয়নি।

সর্বশেষ খবর