সোমবার, ১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

তিন পৌরসভার বাজেট ঘোষণা

প্রতিদিন ডেস্ক

বগুড়া পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে ২৭১ কোটি ১৫ লাখ ৭৩ হাজার ১৩৫ টাকা। গতকাল শহীদ টিটু মিলনায়তনে এই বাজেট ঘোষণা করা হয়। পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় ৬৭ কোটি ৫৭ লাখ ৫ হাজার ৬৫ টাকার বাজেট পেশ করা হয়েছে। পৌর সম্মেলন কক্ষে আয়োজিত সভায় মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন এ বাজেট পেশ করেন। এছাড়া কুড়িগ্রাম পৌরসভার  প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর কার্যালয়ে গতকাল ৩৩ কোটি ৩ লাখ ৭৪ হাজার ২৪৫ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র কাজিউল ইসলাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর