সোমবার, ১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

দিনাজপুর ও গাইবান্ধা প্রতিনিধি

তেভাগা চত্বরে সিদু-কানুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভাসহ নানা আয়োজনে গতকাল দিনাজপুর ও গাইবান্ধা সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। ১৮৫৫ সালে ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সাঁওতাল বিদ্রোহ হয়। এতে নিহত হন সাঁওতাল নেতা সিধু-কানুসহ এ সম্প্রদায়ের ১০ হাজারের বেশি মানুষ। এরপর থেকে সাঁওতালরা প্রতি বছর ৩০ জুন সাঁওতাল ‘হুল’ বা বিদ্রোহ দিবস পালন করে আসছে।

সর্বশেষ খবর