সোমবার, ১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

বাবা-ছেলেসহ ছয় প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

বাবা-ছেলেসহ ছয় প্রাণহানি

কুড়িগ্রামের উলিপুরে গতকাল বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে যুবক, গোপালগঞ্জে কৃষক, পঞ্চগড়ের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ ও নারায়ণগঞ্জে নৈশপ্রহরীর মারা গেছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

কুড়িগ্রাম : নিহতরা হলেন উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের আবু তাহের (৫৬) ও তার ছেলে রাসেল মিয়া (১৭)। স্থানীয়রা জানান, গতকাল রাত ৮টার দিকে রাসেল মিয়া বাড়িতে বৈদ্যুতিক বোর্ডের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে দুজনই বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। চট্টগ্রাম : সকালে নগরের আকবর শাহ থানার বাংলাবাজার এলাকায়   বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জামাল আকবার শাহ কলোনির বদিউল আলমের ছেলে।  পঞ্চগড় : শনিবার সন্ধ্যার পর আটোয়ারী উপজেলার মির্জাপুর এলাকায় স্ট্যান্ড ফ্যানের সঙ্গে বিদ্যুৎস্পর্শে আহত হন জুঁই নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত জাকিয়া সুলতানা জুঁই (২২) একই এলাকার মির্জা আল আমিন বাবুর স্ত্রী। তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।  গোপালগঞ্জ : মুকসুদপুরে গোয়ালঘর পরিষ্কার করার সময় বিদ্যুৎ স্পর্শে রাব্বানী শেখ (৩০) নামে এ ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সকালে মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের পাছড়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ : বন্দরে ল্যাম্পপোস্টে বিদ্যুৎস্পৃষ্টে আবু বক্কর সিদ্দিক (৫০) নামের এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। গতকাল সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড এলাকার থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর