সোমবার, ১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

অভিনব কৌশলে রাইডের মোটরসাইকেল ছিনতাই

দুজন গ্রেফতার দুটি বাইক উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি

ঢাকা থেকে পাঠাও রাইডের মোটরসাইকেল যাত্রীবেশে গ্রামে এনে চালককে জিম্মি করে মুক্তিপণ আদায় চক্রের দুজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাঠাওয়ের ছিনতাইকৃত দুটি মোটরসাইকেল। শিবচর উপজেলার উমেদপুরে পুলিশ শনিবার রাতে এ চক্রের সন্ধান পায়। পুলিশ ও আক্রান্তরা জানান, গত ১৮ জুন মহসিন নামের এক যুবক ঢাকার লালবাগ কেল্লা এলাকা থেকে পাঠাও অ্যাপসের মাধ্যমে রাইডার হাসান আহম্মেদকে (৩৮) নিয়ে কামরাঙ্গীরচর যান। মহসিন ট্রিপের কথা বলে হাসানের মোবাইল নম্বর রেখে দেন। ২০ জুন মহসিন হাসানকে আবারও ফোন দেন। আড়াই হাজার টাকায় তাকে নিয়ে আসেন শিবচরে। মহসিন শিবচরের উমেদপুরের আলীপুর নামক স্থানে পৌঁছে সহযোগী অপু, শাওনসহ চার-পাঁচজন মিলে রাইডার হাসানকে জিম্মি করে। তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও ব্যাপক মারধর করে পরিবারের কাছে মুক্তিপণ চায়। বিকাশে ১০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে চক্রটি। পরে ১৬৫ সিসির মোটরসাইকেলটি রেখে হাসানকে ছেড়ে দেয়। পরদিন হাসান শিবচর থানায় অভিযোগ করেন। এরপর গত ২৭ জুন একইভাবে মহসিন মো. আরিফ হোসেন (২৭) নামের আরেকজন পাঠাও রাইডারকে ঢাকার কদমতলী থেকে শিবচরের উমেদপুর নিয়ে আসে। সেখানে চক্রটি আরিফকে জিম্মি করে মারধর ও মুক্তিপণ আদায় করে। এরপর তার মোটরসাইকেলটিও রেখে ছেড়ে দেয় তাকে। এ বিষয়ে তিনি শিবচর থানায় অভিযোগ করেন। এরপর চক্রের বিরুদ্ধে অভিযানে নামে সহকারী পুলিশ সুপার গোলাম রব্বানীর নেতৃত্বে শিবচর থানা পুলিশের একাধিক টিম।

সর্বশেষ খবর