মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

দুর্ঘটনায় আহত যুবকের পাশে বসুন্ধরা শুভসংঘ

দিনাজপুর প্রতিনিধি

দুর্ঘটনায় আহত যুবকের পাশে বসুন্ধরা শুভসংঘ

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চলাচলে সক্ষমতা হারিয়ে কষ্টে দিন কাটছে দিনমজুর সহিদ আলীর (৩৫)। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন তিনি। সহিদ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দক্ষিণ পলাশবাড়ী গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে। পরিবারটির অসহায়ত্বের কথা জেনে পাশে দাঁড়িয়েছেন বসুন্ধরা শুভসংঘ-বীরগঞ্জের বন্ধুরা। দেওয়া হয়েছে এক মাসের খাদ্যসামগ্রী। এর মধ্যে রয়েছে এক বস্তা চাল, ডাল দুই কেজি, সয়াবিন তেল চার লিটার, আটা পাঁচ কেজি, পিঁয়াজ দুই কেজি, আলু তিন কেজি, লবণ এক কেজি, মিষ্টি কুমড়া একটি, দেশি মুরগি ও নগদ কিছু টাকা। খাদ্যসামগ্রী তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ শাখার উপদেষ্টা সোহেল আহমেদ, সভাপতি ফরহাদ হোসেন, কলেজ শাখার সহসভাপতি উম্মে হাবিবা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়ার কবির, রিংকি আক্তার, লিপি আক্তার, মাহাবুর রহমান প্রমুখ। এক মাসের খাবার ও নগদ টাকা পেয়ে আবেগাপ্লুত হন সহিদ আলী। তিনি বলেন, তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব।সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা করাতেই নিঃস্ব হয়ে গেছি। পরিবারের খরচ   চালানো কষ্টকর। আমার এক মেয়ে এসএসসি পরীক্ষা দেবে ও আরেক মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। সন্তানদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এই সময়ে বসুন্ধরা শুভসংঘ আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে।

 

সর্বশেষ খবর