বুধবার, ৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

রূপায়ণের উপহারে হাসি ফুটল বন্যার্ত কয়েক হাজার পরিবারে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বন্যার পানিতে প্রায় ভেঙে পড়েছে দিলারা বেগমের কাঁচা ঘরটি। দিনমজুর স্বামী ঘর মেরামত করবেন নাকি সংসারের আহার জোগাবেন এ নিয়ে চরম দুশ্চিন্তায়। এই বিপদের সময়ে চাল, ডাল, তেল, পিঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যভর্তি একটি বড় ব্যাগ হাতে পেয়ে দিলারার মুখে হাসির ঝিলিক। দিলারাকে এই আনন্দের মুহূর্তে উপহার দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী রূপায়ণ গ্রুপ। রূপায়ণ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে গতকাল সিলেটের বন্যাদুর্গত কয়েক হাজার পরিবারকে উপহার হিসেবে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। দক্ষিণ সুরমায় রূপায়ণ হাউজিং প্রকল্পের পাশে আয়োজিত এই অনুষ্ঠানে বন্যাকবলিত নারী, পুরুষ, বয়োবৃদ্ধরা এসে উপহারের ব্যাগ হাতে নিয়ে খুশিমনে বাড়ি ফিরেছেন। এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য তারা রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলসহ রূপায়ণ গ্রুপের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান। উপহার বিতরণকালে ছিলেন ওসি ইয়ারদৌস হাসান, রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের এ জি এম মোহাম্মদ মনিরুজ্জামান, ডেপুটি ম্যানেজার আমজাদ হোসেন, ডেপুটি ম্যানেজার তোফাজ্জল হোসেন প্রমুখ।

রূপায়ণ গ্রুপের দেওয়া উপহার সামগ্রী পেয়ে বন্যার্তরা জানান, ‘আমরা বড় কষ্টে আছি। ঠিকমতো খাবার জুটছে না। বন্যা আমাদের বিপুল ক্ষতি করেছে। এই বিপদের সময়ে রূপায়ণ গ্রুপ খাদ্যসামগ্রী উপহার দিয়ে আমাদের মুখে হাসি ফুটিয়েছে। আমরা রূপায়ণ গ্রুপের মালিকদের জন্য প্রাণ খুলে দোয়া করছি।’

সর্বশেষ খবর