বুধবার, ৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

চার বছর পর খুলছে কসবা সীমান্ত হাট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

চার বছর পর খুলছে ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্ত হাট। সীমান্ত হাটের বাংলাদেশ ও ভারতের পরিচালনা কমিটির বৈঠকে গতকাল এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের ২৯ তারিখ হাটটি খুলে দেওয়া হবে। বৈঠকে উপস্থিত ছিলেন হাটের বাংলাদেশ পরিচালনা কমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা এবং ভারতের সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত মজুমদার। এর আগে উভয় দেশের কমিটির নেতারা হাটে সার্বিক অবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন। ২০১৫ সালের জুন মাসে দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেন কসবা তারাপুর-কমলাসাগর সীমান্ত হাট। ২০২০ সালে মহামারি করোনার কারণে উভয় দেশের সিদ্ধান্তে বন্ধ ঘোষণা করা হয় হাট। বৈঠকে হাটটি পুনরায় চালুর ঘোষণা করে পরিচালনা কমিটি।

এ হাটে দুই দেশের ব্যবসায়ীদের ৫০টি করে ১০০টি দোকান রয়েছে। উল্লেখ্য, মহামারি করোনা শেষে দেশের অন্য সীমান্ত হাট খুলে দেওয়া হলেও কসবা হাটটি বন্ধ ছিল।

সর্বশেষ খবর